17. সোনা ও কাচ তার সমান হতে পারে না,তার পরিবর্তে সোনার পাত্র দেওয়া হবে না।
18. তার কাছে প্রবাল ও স্ফটিকের নাম করা যায় না,পদ্মরাগমণির মূল্যের চেয়েও প্রজ্ঞার মূল্য বেশী।
19. ইথিওপিয়া দেশের পীতমণিও তার সমান নয়,খাঁটি সোনাও তার সমতুল্য হয় না।
20. অতএব প্রজ্ঞা কোথা থেকে আসে?সুবিবেচনার স্থানই বা কোথায়?
21. তা সমস্ত সজীব প্রাণীর চোখ থেকে গুপ্ত,তা আসমানের পাখির অদৃশ্য।
22. বিনাশ ও মৃত্যু বলে,আমরা স্বকর্ণে তার কীর্তি শুনেছি।
23. আল্লাহ্ই তার পথ জানেন;তিনিই কেবল জানেন তা কোথায় থাকে;
24. কেননা তিনি দুনিয়ার প্রান্ত পর্যন্ত দেখেন,সমস্ত আসমানের অধঃস্থানে তার দৃষ্টি যায়।
25. তিনি যখন বায়ুর গুরুত্ব নিরূপণ করলেন,যখন পরিমাণ দ্বারা পানি পরিমিত করলেন,
26. যখন তিনি বৃষ্টির নিয়ম স্থাপন করলেন,বিদ্যুৎ ও মেঘ-গর্জনের পথ স্থির করলেন,
27. তখন প্রজ্ঞাকে দেখলেন ও প্রচার করলেন,তা স্থাপন করলেন, তার সন্ধানও করলেন;
28. আর তিনি মানবজাতিকে বললেন,দেখ, প্রভুর ভয়ই প্রজ্ঞা,দুষ্কর্ম থেকে সরে যাওয়াই সুবিবেচনা।