1. বাস্তবিক রূপার খনি আছে,সোনা পরিষ্কারের স্থানও আছে;
2. ধূলি থেকে লোহা সংগৃহীত হয়,গলিত পাথর থেকে ব্রোঞ্জ পাওয়া যায়।
3. মানুষ অন্ধকার ভেদ করে,অন্ধকার ও মৃত্যুচ্ছায়াতে যেসব পাথর আছে,সে প্রান্ত পর্যন্ত গিয়ে মূল্যবান পাথর অনুসন্ধান করে।
4. তারা বাসস্থান ছেড়ে খনি খনন করে,মানুষের চরণ তাদেরকে ভুলে যায়,তারা মানুষ থেকে দূরে ঝুলতে থাকে;
5. মাটি থেকে শস্যের উৎপত্তি হয়,তার নিম্নভাগ যেন আগুন দ্বারা লণ্ডভণ্ড হয়।