3. কারণ আমার মধ্যে নিশ্বাস এখনও সমপূর্ণ আছে,আমার নাসিকায় আল্লাহ্র নিঃশ্বাস আছে;
4. নিশ্চয়ই আমার ওষ্ঠ অন্যায় বলবে না,আমার জিহ্বা প্রতারণা উচ্চারণ করবে না।
5. আমি তোমাদেরকে ধার্মিক বলি, এমন যেন না হয়;প্রাণ থাকতে আমি আমার সিদ্ধতা ত্যাগ করবো না।
6. আমার ধার্মিকতা আমি রক্ষা করবো, ছাড়ব না।আমি জীবিত থাকতে আমার মন আমাকে ধিক্কার দেবে না।
7. আমার দুশমন দুর্জনের মত হোক,যে আমার বিরুদ্ধে উঠে, সে অন্যায়কারীর সমান হোক।
8. বস্তুত আল্লাহ্বিহীন লোক ধন সঞ্চয় করলেও তার প্রত্যাশা কি?কেননা আল্লাহ্ তার প্রাণ হরণ করবেন।
9. যখন তার সঙ্কট ঘটে,আল্লাহ্ কি তার কান্না শুনবেন?
10. সে কি সর্বশক্তিমানে আমোদ করে?নিত্য কি আল্লাহ্কে আহ্বান করে?
11. আমি আল্লাহ্র শক্তির বিষয়ে তোমাদেরকে উপদেশ দেব,সর্বশক্তিমানের কাছে যা আছে, তা গোপনে রাখবো না।
12. দেখ, তোমরা সকলেই তোমাদের মধ্যে তা দেখেছ,তবে কেন এমন অর্থহীন কথাবার্তা?
13. দুষ্ট লোক আল্লাহ্ থেকে এই শাস্তি পায়,সর্বশক্তিমান থেকে দুর্দান্তেরা এই পরিণতি লাভ করে।
14. এমন লোকের পুত্রবাহুল্য হলে তলোয়ারে বিনষ্ট হবে,তার সন্তান-সন্ততি ভোজন করে তৃপ্ত হবে না;
15. তার অবশিষ্টেরা মারী দ্বারা কবরস্থ হবে;তার বিধবারা তাদের জন্য কাঁদবে না।
16. সে যদিও ধূলিকণার মত রূপা সঞ্চয় করে,যদিও কাদার মত পরিচ্ছদ প্রস্তুত করে,
17. তবু প্রস্তুত করলেও ধার্মিক সেই কাপড়-চোপড় পরবে,নির্দোষ সেই রূপা ভাগ করে নেবে।
18. তার নির্মিত বাড়ি কীটের বাসার মত,তা আঙ্গুর-ক্ষেতের পাহারা ঘরের মত।
19. সে শেষবারের মত ধনী হয়ে শয়ন করে,কিন্তু সে চোখ খুলে দেখে, তার ধন আর নেই।
20. জলরাশির মত ত্রাস তাকে আক্রমণ করবে;রাতে তাকে ঝড়ে উড়িয়ে নেবে।
21. পূর্বীয় বায়ূ তাকে তুলে নেয়, সে চলে যায়,তা স্বস্থান থেকে তাকে দূরে নিক্ষেপ করে।