আইউব 27:10-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. সে কি সর্বশক্তিমানে আমোদ করে?নিত্য কি আল্লাহ্‌কে আহ্বান করে?

11. আমি আল্লাহ্‌র শক্তির বিষয়ে তোমাদেরকে উপদেশ দেব,সর্বশক্তিমানের কাছে যা আছে, তা গোপনে রাখবো না।

12. দেখ, তোমরা সকলেই তোমাদের মধ্যে তা দেখেছ,তবে কেন এমন অর্থহীন কথাবার্তা?

13. দুষ্ট লোক আল্লাহ্‌ থেকে এই শাস্তি পায়,সর্বশক্তিমান থেকে দুর্দান্তেরা এই পরিণতি লাভ করে।

14. এমন লোকের পুত্রবাহুল্য হলে তলোয়ারে বিনষ্ট হবে,তার সন্তান-সন্ততি ভোজন করে তৃপ্ত হবে না;

15. তার অবশিষ্টেরা মারী দ্বারা কবরস্থ হবে;তার বিধবারা তাদের জন্য কাঁদবে না।

16. সে যদিও ধূলিকণার মত রূপা সঞ্চয় করে,যদিও কাদার মত পরিচ্ছদ প্রস্তুত করে,

আইউব 27