আইউব 26:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তখন আইউব জবাবে বললেন,

2. তুমি বলহীনের কেমন সাহায্য করলে!দুর্বল বাহুকে কেমন নিস্তার করলে!

3. প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে!বুদ্ধিকৌশল কেমন প্রচুররূপে প্রকাশ করলে!

4. তুমি কার কাছে কথা বললে?তোমার মুখ থেকে কার নিশ্বাস বের হল?

5. জলরাশির নিচে ও জলচর প্রাণীদের নিচে,মৃতদের রূহ্‌ ভয়ে ভীষণ কাঁপছে।

6. তাঁর সম্মুখে পাতাল অনাবৃত,বিনাশ স্থান অনাচ্ছাদিত।

7. তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করেছেন,অবস্তুর উপরে দুনিয়াকে স্থাপন করেছেন,

আইউব 26