আইউব 23:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. দেখ, আমি অগ্রসর হই, কিন্তু তিনি সেখানে নেই,পিছনের দিকে যাই, তাঁকে দেখতে পাই না;

9. বামদিকে যাই, যখন তিনি কাজ করেন,কিন্তু তাঁর দর্শন পাই না;তিনি ডান দিকে নিজেকে গোপন করেন,আমি তাঁকে দেখতে পাই না।

10. অথচ আমি কোন্‌ পথে যাই তিনি তা জানেন,তিনি আমার পরীক্ষা করলে আমি সোনার মতই উত্তীর্ণ হবো।

11. আমার পা তাঁর পায়ের চিহ্ন ধরে চলেছে,তাঁর পথে রয়েছি, বিপথগামী হই নি।

আইউব 23