5. তোমার দুষ্কর্ম কি বিস্তর নয়?তোমার অপরাধের সীমা নেই।
6. তুমি অকারণে নিজের ভাইয়ের কাছ থেকে বন্ধক নিতে,তুমি বস্ত্রহীনের বস্ত্র হরণ করতে।
7. তুমি পরিশ্রান্তকে পান করতে পানি দিতে না,ক্ষুধিতকে আহার দিতে অস্বীকার করতে।
8. কিন্তু দেশ বলবান লোকেরই অধিকার ছিল,সম্মানের পাত্রই তাতে বাস করতো।
9. তুমি বিধবাদেরকে খালি হাতে বিদায় করতে,পিতৃহীনদের বাহু চূর্ণ করা হত।
10. এই কারণে তোমার চতুর্দিকে ফাঁদ আছে,আকস্মিক ত্রাস তোমাকে ভয় দেখায়।
11. অন্ধকার হয়েছে, তুমি দেখতে পাচ্ছ না,পানির বন্যা তোমাকে আচ্ছন্ন করেছে।