আইউব 22:15-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. তুমি কি প্রাচীনকালের সেই পথ ধরবে,যার পথিকরা দুর্জন ছিল?

16. তাদের তো অকালে নিয়ে যাওয়া হল,তাদের ভিত্তিমূল বন্যায় ভেসে গেল।

17. তারা আল্লাহ্‌কে বলতো, আমাদের কাছ থেকে দূর হও;সর্বশক্তিমান আমাদের কি করবেন?

18. তবু তিনি তাদের বাড়ি উত্তম দ্রব্যে পূর্ণ করতেন;কিন্তু দুষ্টদের পরামর্শ আমা থেকে দূরবর্তী।

19. এই দেখে ধার্মিকরা আনন্দ করে,নির্দোষ লোকে ওদেরকে ঠাট্টা করে বলে,

আইউব 22