26. এরা উভয়ে সমভাবে ধুলায় শায়িত হয়,উভয়ে কীটে আচ্ছন্ন হয়।
27. দেখ, আমি তোমাদের সমস্ত চিন্তা জানি,আমার বিরুদ্ধে তোমাদের অন্যায় সমস্ত সঙ্কল্প জানি।
28. তোমরা বলছো, “সেই ভাগ্যবানের বাড়ি কোথায়?সেই দুর্জনদের বসতির তাঁবু কোথায়?”
29. তোমরা কি পথিকদেরকে জিজ্ঞাসা কর নি?ওদের চিহ্নগুলো কি জান না?
30. বিনাশের দিন পর্যন্ত দুর্জন রক্ষিত হয়,ক্রোধের দিন পর্যন্ত তারা উত্তীর্ণ হয়।
31. তার সম্মুখে তার পথ কে প্রকাশ করবে?তার কাজের ফল তাকে কে দেবে?
32. আর সে কবরে নীত হবে,লোকে তার কবর-স্থান পাহারা দেবে।
33. উপত্যকার মাটি তার সুখতর বোধ হবে,তারপর সকলে তার অনুগামী হবে,তার আগেও অসংখ্য লোক তদ্রূপ ছিল।
34. তবে কেন আমাকে অনর্থক সান্ত্বনা দিচ্ছ?তোমাদের উত্তরে তো কেবল অসত্য রয়েছে।