1. পরে আইউব জবাবে বললেন,
2. তোমরা মন দিয়ে আমার কথা শোন,তা-ই তোমাদের সান্ত্বনা দেবে।
3. আমার প্রতি সহিষ্ণু হও, আমিই কথা বলি;আমার কথনের পরে তুমি বিদ্রূপ করো।
4. আমার কাতরোক্তি কি মানুষের কাছে?আমার মন অধৈর্য হবে না কেন?
5. তোমরা আমার প্রতি নিরীক্ষণ কর,স্তব্ধ হও, তোমাদের মুখে হাত দাও।
6. আমার দুর্দশার কথা মনে পড়লেই আমি ভয় পাই,আমার মাংস কাঁপতে থাকে।
7. দুর্জনেরা কেন জীবিত থাকে, কেন বৃদ্ধ হয়,আবার কেন ঐশ্বর্যে শক্তিশালী হয়?