6. তার মহত্ব যদি আসমান পর্যন্ত উঠে,তার মাথা যদি মেঘ স্পর্শ করে,
7. তবুও সে তার বিষ্ঠার মত চিরতরে বিনষ্ট হবে;যারা তাকে দেখতো, তারা বলবে, সে কোথায়?সে স্বপ্নের মতই মিলিয়ে যাবে, নিরুদ্দেশ হবে;
8. সে রাত্রিকালীন দর্শনের মত দূরীকৃত হবে।
9. যে চোখ তাকে দেখতো, তা আর দেখবে না,তার বাসস্থান আর তাকে দেখবে না।
10. তার সন্তানেরা দরিদ্রদের কাছে দয়া চাইবে,তার হাত তার সম্পত্তি ফিরিয়ে দেবে।
11. তার অস্থি যৌবনের তেজে পরিপূর্ণ,কিন্তু তার সঙ্গে তাও ধুলায় শয়ন করবে।
12. যদিও নাফরমানী তার মুখে মিষ্ট লাগে,আর সে তা জিহ্বার নিচে লুকিয়ে রাখে,
13. যদিও ভালবেসে তা ত্যাগ না করে,কিন্তু মুখের মধ্যে রেখে দেয়;
14. তবুও তার খাদ্য উদরে গিয়ে বিকৃত হয়,তার দিল কালসাপের বিষস্বরূপ হয়।
15. সে ধন গ্রাস করেছে, আবার তা বমন করবে;আল্লাহ্ তার উদর থেকে তা বের করবেন।
16. সে সাপের বিষ চুষবে,বিষধরের জিহ্বা তাকে সংহার করবে।