আইউব 20:18-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. সে তার পরিশ্রমের ফল ফিরিয়ে দেবে, গ্রাস করবে না,সে নিজের লব্ধ সম্পত্তি অনুসারে আমোদ করবে না।

19. কারণ সে দরিদ্রদেরকে উৎপীড়ন ও ত্যাগ করতো,সে যা নির্মাণ করে নি, এমন বাড়ি-ঘর কেড়ে নিত।

20. তার উদরে শান্তি হত না,সে তার অভীষ্ট বস্তুর কিছুই রক্ষা করতে পারবে না।

21. তার গ্রাসে কিছু অবশিষ্ট থাকতো না,অতএব তার সুদশা থাকবে না।

22. সে পূর্ণ প্রাচুর্যের সময়ে কষ্টে পড়বে,নির্যাতিত সকলের হাত তাকে আক্রমণ করবে।

আইউব 20