1. নামাথীয় সোফর জবাবে বললেন,
2. আমার চিন্তা জবাব দিতে আমাকে উত্তেজিত করে,কারণ আমি অধৈর্য হলাম।
3. আমি নিজের অপমানসূচক উপদেশ শুনলাম,আমার বুদ্ধি থেকে রূহ্ আমাকে উত্তর যোগায়।
4. তুমি কি এই কথা জান না যে, কালের আরম্ভ থেকে,দুনিয়াতে মানুষের স্থাপনের সময় থেকে,
5. দুষ্টদের আনন্দগান ক্ষণকাল মাত্র স্থায়ী,আল্লাহ্বিহীন লোকদের হর্ষ নিমেষকাল মাত্র স্থায়ী?
6. তার মহত্ব যদি আসমান পর্যন্ত উঠে,তার মাথা যদি মেঘ স্পর্শ করে,
7. তবুও সে তার বিষ্ঠার মত চিরতরে বিনষ্ট হবে;যারা তাকে দেখতো, তারা বলবে, সে কোথায়?সে স্বপ্নের মতই মিলিয়ে যাবে, নিরুদ্দেশ হবে;
8. সে রাত্রিকালীন দর্শনের মত দূরীকৃত হবে।
9. যে চোখ তাকে দেখতো, তা আর দেখবে না,তার বাসস্থান আর তাকে দেখবে না।
10. তার সন্তানেরা দরিদ্রদের কাছে দয়া চাইবে,তার হাত তার সম্পত্তি ফিরিয়ে দেবে।
11. তার অস্থি যৌবনের তেজে পরিপূর্ণ,কিন্তু তার সঙ্গে তাও ধুলায় শয়ন করবে।
12. যদিও নাফরমানী তার মুখে মিষ্ট লাগে,আর সে তা জিহ্বার নিচে লুকিয়ে রাখে,