5. কিন্তু তুমি একবার হাত বাড়িয়ে তার অস্থি ও মাংস স্পর্শ কর, সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দেবে।
6. মাবুদ শয়তানকে বললেন, দেখ, সে তোমার অধিকারে; কেবল তার প্রাণ থাকতে দিও।
7. পরে শয়তান মাবুদের সম্মুখ থেকে বের হয়ে আইউবের আপাদমস্তকে আঘাত করে দুষ্ট স্ফোটক জন্মাল।
8. তাতে তিনি একখানা খাপরা নিয়ে সর্বাঙ্গ ঘর্ষণ করতে লাগলেন, আর ভস্মের মধ্যে বসে রইলেন।