24. যদি লোহার লেখনী ও সীসা দ্বারা পাষাণে খোদাই-করাহয়ে অনন্তকাল থাকে!
25. কিন্তু আমি জানি, আমার মুক্তিদাতা জীবিত;তিনি শেষে ধূলিকণার উপরে উঠে দাঁড়াবেন।
26. আর আমার চামড়া এভাবে বিনষ্ট হওয়ার পর,তবু আমি মাংসবিহীন হয়ে আল্লাহ্কে দেখব।
27. আমি তাঁকে আমার সপক্ষ দেখব,আমারই চোখ দেখবে, অন্যে নয়।বুকের মধ্যে আমার অন্তর ক্ষীণ হচ্ছে।
28. তোমরা যদি বল, আমরা কেমন করে ওকে তাড়না করবো?কারণ ওর মধ্যেই গণ্ডগোলের মূল দেখতে পাওয়া যায়।
29. তবে তলোয়ারের ভয় তোমাদের থাকা উচিত,কেননা আল্লাহ্র ক্রোধ তলোয়ারের দণ্ড নিয়ে আসে,তাঁর বিচার আছে, এই কথা তোমাদের জানা উচিত।