18. বালকেরাও আমাকে অবজ্ঞা করে,আমি উঠলে তারা আমার বিরুদ্ধে কথা বলে।
19. আমার সুহৃদ সকলে আমাকে ঘৃণা করে,আমার প্রিয়পাত্রেরা আমার প্রতি বিমুখ।
20. আমার চামড়ায় ও মাংসে অস্থি সংলগ্ন হয়েছে,আমি দন্তের চামড়াবিশিষ্ট হয়ে বেঁচে আছি।
21. হে আমার বন্ধুগণ, আমাকে কৃপা কর, কৃপা কর,কেননা আল্লাহ্র হাত আমাকে স্পর্শ করেছে।
22. আল্লাহ্র মত করে কেন আমাকে তাড়না কর?আমার মাংস না খেয়ে কি ক্ষান্ত হবে না?
23. আহা, আমার সমস্ত কথা যদি লেখা হয়!সেসব যদি কিতাবে বিরচিত হয়!
24. যদি লোহার লেখনী ও সীসা দ্বারা পাষাণে খোদাই-করাহয়ে অনন্তকাল থাকে!
25. কিন্তু আমি জানি, আমার মুক্তিদাতা জীবিত;তিনি শেষে ধূলিকণার উপরে উঠে দাঁড়াবেন।