আইউব 18:10-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. তার জন্য ফাঁস ভূমিতে লুকিয়ে আছে,তার জন্য পথে কল পাতা আছে।

11. চারদিকে নানা রকম ত্রাস তাকে ভয় দেখাবে,পদে পদে তাকে তাড়না করবে।

12. তার বল ক্ষুধায় ক্ষীণ হবে,বিপদ তার পাশে অবস্থিত থাকবে।

13. তা তার দেহের সমস্ত অঙ্গ ভোজন করবে;মৃত্যুর জ্যেষ্ঠ সন্তান তার সর্বাঙ্গ গিলে ফেলবে;

14. সে তার বিশ্বাস-স্থল তাঁবু থেকে উৎপাটিত,এবং ত্রাস-বাদশাহ্‌র কাছে নীত হবে।

আইউব 18