13. তাঁর তীরন্দাজেরা আমাকে বেষ্টন করে,তিনি আমার যকৃৎ বিদীর্ণ করেন, করুণা করেন না,তিনি মাটিতে আমার পিত্ত ঢালেন।
14. তিনি বারবার আমাকে ভেঙ্গে ফেলেন,তিনি বীরের মত আমার বিরুদ্ধে দৌড়ে আসেন।
15. আমি নিজের চামড়ার উপরে চট পরেছি,ধুলাতে আমার মাথা কলুষিত করেছি।
16. কাঁদতে কাঁদতে আমার মুখ বিকৃত হয়েছে,ঘন অন্ধকার আমার চোখের পাতার উপরে আছে;
17. তবুও আমার হাতে জুলুমের দাগ নেই।আর আমার মুনাজাত বিশুদ্ধ।
18. হে দুনিয়া! তুমি আমার রক্ত আচ্ছাদন করো না;আমার ক্রন্দনে নীরব থেক না।
19. দেখ, এখনও আমার সাক্ষ্য বেহেশতে আছে,আমার সাক্ষী ঊর্ধ্বস্থানে থাকেন।
20. আমার বন্ধুরা আমাকে বিদ্রূপ করে;আল্লাহ্র উদ্দেশে আমার চোখ অশ্রুপাত করে;
21. যেন তিনি আল্লাহ্র কাছে মানুষের পক্ষে কথা বলেন,যেমন মানুষ বন্ধুর পক্ষে কথা বলেন।
22. কেননা আর কয়েক বছর গত হলেযে পথে গেলে আমি ফিরব না, সেই পথে যাব।