1. পরে আইউব জবাবে বললেন,
2. আমি এরকম অনেক কথাশুনেছি;তোমরা সকলে কষ্টদায়ক সান্ত্বনাকারী।
3. বাতাসের মত কথাবার্তার কি শেষ হয়?উত্তর দিতে তোমাকে কিসে উত্তেজিত করে?আমিও তোমাদের মত কথা বলতে পারি;
4. আমার প্রাণের মত যদি তোমাদের প্রাণ হত,আমি তোমাদের বিরুদ্ধে কথা জুড়তে পারতাম;তোমাদের বিরুদ্ধে মাথা নাড়তে পারতাম।
5. কিন্তু মুখ দ্বারা তোমাদেরকে সবল করতাম,আমার ওষ্ঠের সান্ত্বনায় তোমাদের শান্তি হত।
6. কথা বললেও আমার যন্ত্রণা কমে না,নীরব থাকলেও কি উপশম হয়?কিন্তু তিনি আমাকে অবসন্ন করেছেন;
7. তুমি আমার সমস্ত মণ্ডলী উৎসন্ন করেছ।
8. তুমি আমাকে ধরেছ, আর তা-ই আমার প্রতিকূলে সাক্ষ্য দিচ্ছে;আমার কৃশতা আমার বিরুদ্ধে উঠছে;আমার মুখের উপরে প্রমাণ দিচ্ছে।
9. সে ক্রোধে আমাকে বিদীর্ণ ও আমাকে তাড়না করেছে,সে আমার প্রতি দন্ত ঘর্ষণ করেছে,আমার বিপক্ষে আমার বিরুদ্ধে চোখ রক্তবর্ণ করে।