5. তোমারই মুখ তোমারই অপরাধ ব্যক্ত করে,তুমি ধূর্তভাবে কথা বলতে নিজেকে মনোনীত করছো।
6. তোমারই মুখ তোমাকে দোষী করছে, আমি নই;তোমারই ওষ্ঠাধর তোমার বিরুদ্ধে প্রমাণ দিচ্ছে।
7. মানুষের মধ্যে তুমি কি প্রথমজাত?পর্বতমালার আগে কি তোমার জন্ম হয়েছিল?
8. তুমি কি আল্লাহ্র গূঢ় মন্ত্রণা শুনেছ?সমস্ত প্রজ্ঞা কি তুমি সীমাবদ্ধ করেছ?
9. আমরা যা না জানি, এমন কিছু কি জান?আমাদের যা অজ্ঞাত, এমন কি বুঝ?
10. পক্ককেশ ও বৃদ্ধেরা আমাদের মধ্যে আছেন,তাঁরা তোমার পিতার চেয়েও বৃদ্ধ।
11. আল্লাহ্র সান্ত্বনা কথা কি তোমার জ্ঞানে ক্ষুদ্র?তোমার সঙ্গে কোমল আলাপ কি ক্ষুদ্র?