27. যেহেতু সে নিজের মেদে মুখ ঢাকত,সে তার কোমর হৃষ্টপুষ্ট করতো;
28. সে বাস করতো উৎসন্ন নগরে,সেসব বাড়িতে, যাতে কেউ বাস করতো না,যা প্রস্তররাশি হবার জন্য নির্ধারিত ছিল।
29. সে ধনী হবে না, তার সম্পত্তি থাকবে না;তাদের ফল ভূমিতে নুইয়ে পড়বে না।
30. সে অন্ধকার থেকে প্রস্থান করবে না;আগুনের শিখা তার শাখা শুকিয়ে ফেলবে,সে তার মুখের নিশ্বাসে উড়ে যাবে।
31. সে ভ্রান্ত হয়ে শূন্যতায় বিশ্বাস না করুক,কেননা অসারতাই তার বেতন হবে;
32. কালের আগেই তার পরিশোধ হবে,তার শাখা সতেজ হবে না।
33. আঙ্গুরলতার মত তার কাঁচা ফল ঝরে পড়বে,জলপাই গাছের মত তার ফুল ঝরে পড়বে।