আইউব 15:2-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. জ্ঞানবান কি বাতাসের মত জ্ঞান সহ জবাব দেবে?সে কি পূর্বীয় বায়ুতে উদর পূর্ণ করবে?

3. সে কি অনর্থক কথায় ঝগড়া করবে?সে কি নিষ্ফল কথা বলবে?

4. তুমি তো আল্লাহ্‌ভয় ছেড়ে দিচ্ছ,তাঁর কাছে মুনাজাত করা কমিয়ে দিয়েছ।

5. তোমারই মুখ তোমারই অপরাধ ব্যক্ত করে,তুমি ধূর্তভাবে কথা বলতে নিজেকে মনোনীত করছো।

6. তোমারই মুখ তোমাকে দোষী করছে, আমি নই;তোমারই ওষ্ঠাধর তোমার বিরুদ্ধে প্রমাণ দিচ্ছে।

আইউব 15