4. নাপাক থেকে পাক-পবিত্রতার উৎপত্তি কে করতে পারে?এক জনও পারে না।
5. তার আয়ুর দিন নিরূপিত,তার মাসের সংখ্যা তোমার কাছে আছে,তুমি তার অলঙ্ঘনীয় সীমা স্থাপন করেছ।
6. অন্যত্র দৃষ্টিপাত কর, সে বিশ্রাম ভোগ করুক,বেতনজীবীর মত নিজের দিন ভোগ করুক।
7. কারণ গাছের আশা আছে,ছিন্ন হলে তা পুনর্বার পল্লবিত হবে,তার কোমল শাখার অভাব হবে না।
8. যদিও মাটিতে তার মূল পুরানো হয়,ভূমিতে তার গুঁড়ি মরে যায়,
9. অথচ পানির গন্ধ পেলে তা পল্লবিত হয়,নতুন চারার মত শাখাবিশিষ্ট হয়।
10. কিন্তু মানুষ মরলে ক্ষয় পায়;মানুষ প্রাণত্যাগ করে কোথায় থাকে?
11. সমুদ্র থেকে পানি চলে যায়,নদী শুকিয়ে গিয়ে মরে যায়;