আইউব 14:17-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. আমার অধর্ম থলিতে বন্ধ ও সীলমোহরকৃত,তুমি আমার অপরাধ বেঁধে রাখছ।

18. সত্যিই পর্বতের ক্ষয় হয়ে বিলুপ্ত হয়,শৈলও তার স্থান থেকে সরে যায়,

19. পানি পাষাণকেও ক্ষয় করে,তার বন্যা ভূমির ধূলি ভাসিয়ে নিয়ে যায়;তদ্রূপ তুমি মানুষের আশা ক্ষয় করছো।

20. তুমি তাকে পরাজিত করছো,তাতে সে চিরতরে চলে যায়,তুমি তার চেহারা বদলে দিয়ে তাকে দূর করছো।

21. তার সন্তানেরা গৌরবান্বিত হলে সে তা জানে না,তারা অবনত হলে সে তা টের পায় না।

22. কেবল তার নিজের মাংস ব্যথিত হয়,তার নিজের প্রাণ ব্যাকুল হয়।

আইউব 14