1. মানুষ, স্ত্রীলোকের গর্ভজাত সকলে,অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ।
2. সে ফুলের মত প্রস্ফুটিত হয়ে ম্লান হয়,সে ছায়ার মত চলে যায়, স্থির থাকে না;
3. তবু তুমি কি এই রকম প্রাণীর প্রতি চোখ মেলবে?আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনবে?
4. নাপাক থেকে পাক-পবিত্রতার উৎপত্তি কে করতে পারে?এক জনও পারে না।
5. তার আয়ুর দিন নিরূপিত,তার মাসের সংখ্যা তোমার কাছে আছে,তুমি তার অলঙ্ঘনীয় সীমা স্থাপন করেছ।
6. অন্যত্র দৃষ্টিপাত কর, সে বিশ্রাম ভোগ করুক,বেতনজীবীর মত নিজের দিন ভোগ করুক।