13. নীরব হও; আমাকে ছাড়,আমিই বলি, আমার যা হয় হোক।
14. আমি কেন নিজকে বিপদগ্রস্ত করবো?কেন আমার প্রাণ আমার হাতে রাখবো?
15. যদি তিনি আমাকে বধও করেন,তবুও আমি তাঁর অপেক্ষা করবো,কিন্তু তাঁর সম্মুখে আমার পথের সমর্থন করবো।
16. এও আমার উদ্ধারে পরিণত হবে;কেননা আল্লাহ্বিহীন লোক তাঁর সম্মুখে আসে না।
17. মনোযোগ দিয়ে আমার কথা শোন,আমার নিবেদন তোমাদের কর্ণগোচর হোক।
18. দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করলাম;আমি জানি যে, আমি নির্দোষ হবো।
19. বিচারে কে আমার প্রতিবাদ করবে?করলে আমি নীরব হয়ে প্রাণত্যাগ করবো।
20. তুমি কেবল দু’টি কাজ আমার প্রতি করো না,তাতে আমি তোমার সম্মুখ থেকে লুকাব না;
21. তোমার হাত আমা থেকে দূরে সরিয়ে নাও,তোমার ভীষণতা আমাকে ভয় না দেখাক;
22. তখন তুমি ডেকো, আমি উত্তর দেব,কিংবা আমি কথা বলবো, তুমি উত্তর দিও।
23. আমার অপরাধ ও গুনাহ্ কত?আমার অধর্ম ও গুনাহ্ আমাকে জানাও।