আইউব 13:10-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. তিনি তোমাদেরকে অবশ্য অনুযোগ করবেন,যদি তোমরা গোপনে মুখাপেক্ষা কর।

11. তাঁর মহত্ব কি তোমাদেরকে ত্রাসযুক্ত করবে না?তাঁর ভয়ংকরতায় কি তোমরা ভয় পাও না?

12. তোমাদের স্মরণীয় শ্লোকমালা ছাইয়ের মত অর্থহীন,তোমাদের সমস্ত দুর্গ কাদার মত নরম।

13. নীরব হও; আমাকে ছাড়,আমিই বলি, আমার যা হয় হোক।

14. আমি কেন নিজকে বিপদগ্রস্ত করবো?কেন আমার প্রাণ আমার হাতে রাখবো?

15. যদি তিনি আমাকে বধও করেন,তবুও আমি তাঁর অপেক্ষা করবো,কিন্তু তাঁর সম্মুখে আমার পথের সমর্থন করবো।

16. এও আমার উদ্ধারে পরিণত হবে;কেননা আল্লাহ্‌বিহীন লোক তাঁর সম্মুখে আসে না।

আইউব 13