10. তাঁরই হাতে সমস্ত জীবের প্রাণ,সমস্ত মানব জাতির রূহ্ রয়েছে।
11. রসনা যেমন খাদ্যের আস্বাদ নেয়,তেমনি কান কি কথার পরীক্ষা করে না?
12. প্রাচীনদের কাছে প্রজ্ঞা আছে,দীর্ঘায়ু ব্যক্তির কাছে সৎ বিবেচনা আছে।
13. তাঁরই কাছে প্রজ্ঞা ও পরাক্রম আছে,পরামর্শ ও বুদ্ধি তাঁরই।
14. দেখ, তিনি ভেঙ্গে ফেললে আর গড়া যায় না,তিনি মানুষকে রুদ্ধ করলে মুক্ত করা যায় না।
15. দেখ, তিনি পানি বন্ধ করে রাখলে তা শুকিয়ে যায়,পানি বর্ষণ করলে তা দুনিয়াকে লণ্ডভণ্ড করে।
16. বল ও বুদ্ধিকৌশল তাঁর,ভ্রান্ত ও ভ্রান্তি উৎপাদনকারী তাঁর।