আইউব 12:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে আইউব জবাবে বললেন,

2. অবশ্য তোমরাই সেই লোক,যাদের সঙ্গে প্রজ্ঞা মরে যাবে!

3. কিন্তু তোমাদের মত আমারও বুদ্ধি আছে;তোমাদের থেকে আমি নিকৃষ্ট নই;বাস্তবিক, এরকম কথা কে না জানে?

4. আমি প্রতিবেশীর হাসির পাত্র হয়েছি;আল্লাহ্‌কে ডাকলে তিনি যাকে উত্তর দিতেন,সেই ধার্মিক সিদ্ধ ব্যক্তি হাসির পাত্র হয়েছে।

5. বিলাসী লোকেরা বিপদকে তুচ্ছ জ্ঞান করে;এই বিপদ তাদের জীবনে ঘটবে,শীঘ্রই যাদের চরণ পিছলে যাবে।

6. দস্যুদের তাঁবু শান্তিযুক্ত,আল্লাহ্‌কে যারা ক্রুদ্ধ করে, তারা নির্বিঘ্নে থাকে,আল্লাহ্‌ তাদের হাতে ধন দেন।

আইউব 12