15. তবে তুমি তোমার মুখ বিনা কলঙ্কে তুলতে পারবে,তুমি সুস্থির থাকবে, ভয় করবে না।
16. কারণ তুমি তোমার কষ্ট ভুলে যাবে,তা প্রবাহিত পানির মতই মনে হবে।
17. তোমার জীবন মধ্যাহ্ন হতেও বিমল হবে।অন্ধকার হলেও তা প্রভাতের মত হবে।
18. তুমি সাহস করবে, কারণ প্রত্যাশা আছে,চারদিকে তত্ত্ব নিয়ে নির্ভয়ে শয়ন করবে।
19. আর তুমি শয়ন করবে, কেউ তোমাকে ভয় দেখাবে না,বরং অনেকে তোমার কাছে ফরিয়াদ করবে।
20. কিন্তু দুষ্টদের চোখ নিস্তেজ হবে,তাদের আশ্রয় বিনষ্ট হবে,তাদের আশা প্রাণত্যাগে পরিণত হবে।