12. কিন্তু অসার মানুষ জ্ঞানহীন,সে জন্ম থেকে বন্য গাধার বাচ্চার মত।
13. তুমি যদি তোমার অন্তর স্থির কর,যদি তাঁর অভিমুখে অঞ্জলি প্রসারণ কর;
14. হাতে অধর্ম থাকলে যদি তা দূর কর,অন্যায়কে তোমার আবাসে বাস করতে না দাও;
15. তবে তুমি তোমার মুখ বিনা কলঙ্কে তুলতে পারবে,তুমি সুস্থির থাকবে, ভয় করবে না।
16. কারণ তুমি তোমার কষ্ট ভুলে যাবে,তা প্রবাহিত পানির মতই মনে হবে।