আইউব 11:1-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে নামাথীয় সোফর জবাবে বললেন,

2. এত কথার কি কোন উত্তর দেওয়া যাবে না?বাচালকে কি ধার্মিক বলা যাবে?

3. তোমার দর্পে কি মানুষেরা নীরব থাকবে?তুমি বিদ্রূপ করলে কি কেউ তোমাকে লজ্জা দেবে না?

4. তুমি আল্লাহ্‌কে বলছো, “আমার চালচলন শুদ্ধ,আমি তোমার দৃষ্টিতে খাঁটি।”

5. আহা! আল্লাহ্‌ একবার কথা বলুন,তিনি তোমার বিরুদ্ধে তাঁর মুখ খুলুন,

6. তিনি প্রজ্ঞার গূঢ় তত্ত্ব তোমাকে জ্ঞাত করুন,কারণ বুদ্ধিকৌশল বহুবিধ;জেনো, আল্লাহ্‌ তোমার অপরাধের অনেকটা ছেড়ে দেন।

7. তুমি কি অনুসন্ধান দ্বারা আল্লাহ্‌কে পেতে পার?সর্বশক্তিমানের সম্পূর্ণ তত্ত্ব জানতে পার?

8. সে তত্ত্ব আসমানের চেয়েও উঁচু; তুমি কি করতে পার?তা পাতালের চেয়েও গভীর; তুমি কি তা জানতে পার?

9. দুনিয়া থেকেও তার আয়তন দীর্ঘ,সমুদ্র থেকেও তার পরিসর অনেক বেশি।

আইউব 11