3. এটি কি ভাল যে, তুমি জুলুম করবে?তোমার হস্তনির্মিত বস্তু তুমি তুচ্ছ করবে?দুষ্টদের মন্ত্রণায় খুশি হবে?
4. তোমার চোখ কি মানুষের চোখ?তোমার দৃষ্টি কি মানুষের দৃষ্টির মত?
5. তোমার আয়ু কি মানুষের আয়ুর মত?তোমার বছরগুলো কি মানুষের দিনগুলোর মত?
6. সেজন্য কি আমার অপরাধের অনুসন্ধান করছো,আমার গুনাহ্র খোঁজ করছো?
7. তুমি তো জান, আমি দুষ্ট নই,এবং তোমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই।
8. তোমার হাত আমাকে গড়েছে, নির্মাণ করেছে,আমার সর্বাঙ্গ সুসংযুক্ত করেছে,তবুও তুমি আমাকে সংহার করছো।
9. স্মরণ কর, তুমি মাটির পাত্রের মত করে আমাকে গড়েছ,আবার আমাকে কি ধুলিতে বিলীন করবে?
10. তুমি কি দুধের মত আমাকে ঢাল নি?ছানার মত কি আমাকে ঘনীভূত কর নি?
11. তুমি আমাকে চামড়া ও মাংসে সজ্জিত করেছ,অস্থি ও শিরা দিয়ে আমাকে বুনেছ;
12. তুমি আমাকে জীবন দান করেছ ও অটল মহব্বত প্রকাশ করেছ,তোমার তত্ত্বাবধানে আমার রূহ্ পালিত হচ্ছে।
13. তবু এ সবই মনোমধ্যে গুপ্ত করে রেখেছ;আমি জানি এই তোমার মনোবাসনা।
14. আমি গুনাহ্ করলে তুমি আমার প্রতি লক্ষ্য করবে,আমার অপরাধ মাফ করবে না।
15. আমি যদি দুষ্ট হই, আমার সন্তাপ হবে!যদি ধার্মিক হই, মাথা তুলতে পারব না,আমি অবমাননায় পরিপূর্ণ হয়েছি,আর নিজের দুঃখ দেখছি।