আইউব 10:10-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. তুমি কি দুধের মত আমাকে ঢাল নি?ছানার মত কি আমাকে ঘনীভূত কর নি?

11. তুমি আমাকে চামড়া ও মাংসে সজ্জিত করেছ,অস্থি ও শিরা দিয়ে আমাকে বুনেছ;

12. তুমি আমাকে জীবন দান করেছ ও অটল মহব্বত প্রকাশ করেছ,তোমার তত্ত্বাবধানে আমার রূহ্‌ পালিত হচ্ছে।

13. তবু এ সবই মনোমধ্যে গুপ্ত করে রেখেছ;আমি জানি এই তোমার মনোবাসনা।

14. আমি গুনাহ্‌ করলে তুমি আমার প্রতি লক্ষ্য করবে,আমার অপরাধ মাফ করবে না।

15. আমি যদি দুষ্ট হই, আমার সন্তাপ হবে!যদি ধার্মিক হই, মাথা তুলতে পারব না,আমি অবমাননায় পরিপূর্ণ হয়েছি,আর নিজের দুঃখ দেখছি।

আইউব 10