বাদশাহ্ দাউদ শুনতে পেলেন আল্লাহ্র সিন্দুকটি ওবেদ-ইদোমের বাড়ীতে থাকবার দরুন মাবুদ তার বাড়ীর সবাইকে এবং তার সব কিছুকে দোয়া করেছেন। তখন দাউদ গিয়ে ওবেদ-ইদোমের বাড়ী থেকে আনন্দ করতে করতে আল্লাহ্র সিন্দুকটি দাউদ-শহরে নিয়ে আসলেন।