২ শামুয়েল 3:9-10 Kitabul Mukkadas (MBCL)

দাউদের কাছে মাবুদ কসম খেয়ে যে ওয়াদা করেছিলেন সেইভাবে যদি আমি কাজ না করি, অর্থাৎ তালুতের বংশ থেকে রাজ্য নিয়ে দান শহর থেকে বের্‌-শেবা পর্যন্ত ইসরাইল ও এহুদার উপরে দাউদের সিংহাসন স্থাপন না করি তবে আল্লাহ্‌ যেন অবনেরকে শাস্তি দেন এবং তা ভীষণভাবেই দেন।”

২ শামুয়েল 3

২ শামুয়েল 3:7-11