২ শামুয়েল 23:23-31 Kitabul Mukkadas (MBCL)

23. সেই তিনজনের মধ্যে তাঁকে ধরা না হলেও তিনি “ত্রিশ” নামে দলটার লোকদের চেয়ে বেশী সম্মান পেয়েছিলেন। দাউদ তাঁর দেহরক্ষীদের ভার বনায়ের উপরেই দিয়েছিলেন।

24. “ত্রিশ” নামে দলটির মধ্যে ছিলেন যোয়াবের ভাই অসাহেল, বেথেলহেমের দোদয়ের ছেলে ইল্‌হানন,

25. হরোদীয় শম্ম, হরোদীয় ইলীকা,

26. পল্টীয় হেলস, তকোয়ীয় ইক্কেশের ছেলে ঈরা,

27. অনাথোতীয় অবীয়েষর, হূশাতীয় মবুন্নয়,

28. অহোহীয় সল্‌মোন, নটোফাতীয় মহরয়,

29. নটোফাতীয় বানার ছেলে হেলব, বিন্যামীন-গোষ্ঠীর গিবিয়ার রীবয়ের ছেলে ইত্তয়,

30. পিরিয়াথোনীয় বনায়, গাশ উপত্যকার হিদ্দয়,

31. অর্বতীয় অবি-অলবোন, বরহূমীয় অস্‌মাবৎ,

২ শামুয়েল 23