দাউদের লোকেরা তালুত ও তাঁর ছেলে যোনাথনের হাড় বিন্ইয়ামীন এলাকার সেলাতে তাঁর পিতা কীশের কবরে রাখল। বাদশাহ্র হুকুম মতই তারা সব কিছু করল। তার পরে দেশের জন্য আল্লাহ্র কাছে মুনাজাত করা হলে পর তিনি জবাব দিলেন।