এর পর সমস্ত লোক নদী পার হয়ে গেল, তারপর বাদশাহ্ নদী পার হলেন। বাদশাহ্ বর্সিল্লয়কে চুম্বন করে দোয়া করলেন আর বর্সিল্লয় আবার নদী পার হয়ে নিজের বাড়ীতে ফিরে গেলেন।