সমস্ত লোক বেরিয়ে যাবার পর বাদশাহ্ দাউদ সাদোককে বললেন, “আল্লাহ্র সিন্দুকটা শহরে ফিরিয়ে নিয়ে যান। মাবুদ যদি আমাকে দয়ার চোখে দেখেন তবে তিনি আমাকে ফিরিয়ে আনবেন আর এই সিন্দুক ও তাঁর থাকবার জায়গা আবার আমাকে দেখতে দেবেন।