স্ত্রীলোকটি বলল, “মহারাজ তাঁর মাবুদ আল্লাহ্র নামে কসম খান যেন রক্তের প্রতিশোধ গ্রহণকারী আর সর্বনাশ না করে। তা না হলে সে আমার ছেলেকে মেরে ফেলবে।”বাদশাহ্ বললেন, “আল্লাহ্র কসম, তোমার ছেলের একটা চুলও মাটিতে পড়বে না।”