বেঁচে থাকা কালে তালুত আর যোনাথন প্রিয় ও ভাল ছিলেন;তাঁরা মরণেও আলাদা হলেন না।তাঁদের গতি ছিল ঈগল পাখীর চেয়েও বেশী,আর শক্তিও ছিল সিংহের চেয়ে অনেক।