২ বাদশাহ্‌নামা 7:10 Kitabul Mukkadas (MBCL)

কাজেই তারা গিয়ে শহর-দরজার পাহারাদারদের ডেকে বলল, “আমরা সিরীয়দের ছাউনিতে গিয়েছিলাম। সেখানে একটা লোকও নেই, কারও শব্দও নেই; কেবল ঘোড়া আর গাধাগুলো বাঁধা রয়েছে আর তাম্বুগুলো যেমন ছিল তেমনি রেখেই তারা চলে গেছে।”

২ বাদশাহ্‌নামা 7

২ বাদশাহ্‌নামা 7:1-12