২ বাদশাহ্‌নামা 23:2 Kitabul Mukkadas (MBCL)

তিনি এহুদা ও জেরুজালেমের লোকদের, ইমামদের, নবীদের এবং সাধারণ ও গণ্যমান্য সমস্ত লোকদের নিয়ে মাবুদের ঘরে গেলেন। মাবুদের ঘরে ব্যবস্থার যে কিতাবটি পাওয়া গিয়েছিল তার সমস্ত কথা তিনি তাদের কাছে তেলাওয়াত করে শোনালেন।

২ বাদশাহ্‌নামা 23

২ বাদশাহ্‌নামা 23:1-9