এহুদার বাদশাহ্ অহসিয়ের ছেলে যোয়াশের রাজত্বের তেইশ বছরের সময় যেহূর ছেলে যিহোয়াহস সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্ হয়ে সতেরো বছর রাজত্ব করেছিলেন।