10. তাই আল্লাহ্ যাদের বেছে নিয়েছেন তাদের জন্য আমি সব কিছু সহ্য করছি, যেন তারাও মসীহ্ ঈসার মধ্য দিয়ে নাজাত পায় এবং চিরকালের মহিমা লাভ করে।
11. এই কথা বিশ্বাসযোগ্য যে,মসীহের সংগে যদি আমরা মরে থাকি,তবে তাঁরই সংগে আমরা জীবিতও থাকব।
12. আমরা যদি ধৈর্য ধরে সহ্য করি,তবে তাঁর সংগে রাজত্বও করব।যদি তাঁকে আমরা অস্বীকার করি,তবে তিনিও আমাদের অস্বীকার করবেন।
13. আমরা অবিশ্বস্ত হলেও তিনি বিশ্বস্ত থাকেন,কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না।
14. এই সব কথা লোকদের মনে করিয়ে দিতে থাক। আল্লাহ্র সামনে তাদের সাবধান করে দাও যেন তারা বাজে কথা নিয়ে তর্কাতর্কি না করে। এর কোন দামই নেই, বরং যারা তা শোনে তাদের তা সর্বনাশ করে।