২ খান্দাননামা 5:13 Kitabul Mukkadas (MBCL)

ইমামেরা যখন বাইরে আসলেন তখন শিংগা বাদকেরা ও কাওয়ালেরা একসংগে এক সুরে মাবুদের প্রশংসা করলেন ও তাঁর শুকরিয়া আদায় করলেন। শিংগা, করতাল ও অন্যান্য বাজনার সংগে তাঁরা জোরে জোরে মাবুদের উদ্দেশে এই কাওয়ালী গাইলেন,“তিনি মেহেরবান,তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।”সেই সময় মাবুদের ঘর মেঘে ভরে গেল।

২ খান্দাননামা 5

২ খান্দাননামা 5:6-14