তারপর তাঁরা বাদশাহ্ হিষ্কিয়ের কাছে গিয়ে বললেন, “আমরা কোরবানগাহ্ ও তার বাসন-কোসন এবং পবিত্র-রুটি রাখবার টেবিল ও তার সব জিনিসপত্র সুদ্ধ মাবুদের ঘরটি পাক-সাফ করেছি।