সেই সময় নবী হনানি এসে এহুদার বাদশাহ্ আসাকে বললেন, “আপনার মাবুদ আল্লাহ্র উপর ভরসা না করে আপনি সিরিয়ার বাদশাহ্র উপর ভরসা করেছিলেন বলে সিরিয়ার বাদশাহ্র সৈন্যদল আপনার হাতছাড়া হয়ে গেছে।