1. আসার রাজত্বের ছত্রিশ বছরের সময়ে ইসরাইলের বাদশাহ্ বাশা এহুদার লোকদের বিরুদ্ধে গিয়ে রামা শহরটা কেল্লার মত করে গড়ে তুলতে লাগলেন যাতে কেউ এহুদার বাদশাহ্ আসার কাছে যাওয়া-আসা করতে না পারে।
2. তখন আসা মাবুদের ঘর ও তাঁর নিজের রাজবাড়ীর ভাণ্ডার থেকে সোনা ও রূপা বের করে নিয়ে সিরিয়া দেশের বাদশাহ্ বিন্হদদের কাছে পাঠিয়ে দিলেন। বিন্হদদ দামেস্ক শহরে বাস করতেন। আসা তাঁকে বলে পাঠালেন,